Posts Tagged ‘সমুদ্র সৈকত’

বাংলাদেশের বন্দর, সমুদ্র সৈকত ও দ্বীপ

May 8, 2012

১৷ চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
ক) পশুর
খ) শীতলক্ষা
গ) কর্ণফূলী
ঘ) মাতামহুরী

২৷ বাংলাদেশের প্রধান নদী বন্দর কোনটি?
ক) নারায়ণগঞ্জ
খ) চাঁদপুর
গ) গোয়ালন্দ
ঘ) পটুয়াখালী

৩৷ বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রধান স্থলবন্দর কোনটি?
ক) হিলি
খ) বুড়িমারী
গ) কসবা
ঘ) বেনাপোল

৪৷ ‘নিঝুম দ্বীপ’ কোন নদীর মোহনায় অবস্থিত?
ক) পদ্মা
খ) মেঘনা
গ) সুরমা
ঘ) কর্ণফূলী

৫৷ ‘দক্ষিণ তালপট্টি দ্বীপ’ কোথায় অবস্থিত?
ক) সাতক্ষীরা
গ) ঝালকাঠি
খ) বারেহাট
ঘ) বরিশাল

৬৷ ‘বুড়িমারী’ স্থল বন্দরটি কোন জেলায় অবস্থিত?
ক) পঞ্চগড়
গ) লালমনিরহাট
খ) চাঁপাইনবাবগঞ্জ
ঘ) কুমিল্লা

৭৷ বাংলাশের কোন দ্বীপে মন্দির রয়েছে?
ক) নিঝুম দ্বীপ
খ) মহেশখালী দ্বীপ
গ) দক্ষিণ তালপট্টি দ্বীপ
ঘ) ছেঁড়া দ্বীপ

৮৷ বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি?
ক) সন্দ্বীপ
গ) দক্ষিণ তালপট্টি দ্বীপ
খ) ভোলা দ্বীপ
ঘ) ছেঁড়া দ্বীপ
উত্তরমালা
১৷ গ ২৷ ক ৩৷ ঘ ৪৷ খ
৫৷ ক ৬৷ গ ৭৷ খ ৮৷ ঘ

জানা অজানা আরো কিছু তথ্য:

1. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
2. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ-
3. পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত-
4. বাংলাদেশের সাগর কন্যা বলা হয়-
5. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য-
6. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর-
7. মায়ানমারের সাথে বাংলাদেশের বাণিজ্য পরিচালিত হয়-
8. বাংলাবান্ধা স্থল বন্দর অবস্থিত –
9. মংলা সমুদ্র বন্দরের বড় জাহাজের মালামাল খালাস করা হয়-
10. বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ-
11. দক্ষিণ তালপট্টি দ্বীপ আয়তন কত?
12. বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
13. বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর হচ্ছে –
14. বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?

উত্তরসমূহ

01. বাংলাদেশ৷
02. সুন্দরবন
03. কক্সবাজার সমুদ্র সৈকত|
04. কুয়াকাটা সমুদ্র সৈকতকে
05. ৭১১ কিঃমিঃ৷
06. মংলা সমুদ্র বন্দর৷
07. টেকনাফ স্থলবন্দর দিয়ে৷
08. পঞ্চগড় জেলায়৷
09. চালনায়৷
10. সেন্টমার্টিন
11. ৮বর্গ কিলোমিটার|
12. কুতুবদিয়া দ্বীপ৷
13. চট্টগ্রাম সমুদ্র বন্দর৷
14. মহেশখালী

Advertisements