Posts Tagged ‘চর’

বাংলাদেশের চর, বিল, হাওড় ও হ্রদ

May 8, 2012

চরঃ সাধারণত নদীর গতিপ্রবাহে অথবা মোহনায় পলি সঞ্চয়নের ফলে গড়ে ওঠা ভূ-ভাগকে চর বলা হয়|

বিলঃ বৃহৎ আকৃতির প্রাকৃতিক জলাধার, যেগুলোতে ভূ-পৃষ্ঠ থেকে অভ্যন্তরীণ ও পৃষ্ঠ নিষ্কাশনের মাধ্যমে বয়ে আসা পানি জমা হয়|

হাওড়ঃ পিরিচ আকৃতির বৃহ্ত ভূ-গাঠনিক অবনমন| বষার্কালে হাওড়ের পানিরাশির ব্যপ্তি থাকে অনেক বেশি আর শীতকালে সংকুচিত হয়ে পড়ে|

হ্রদঃ প্রাকৃতিক কোন কারণে যদি বিস্তীর্ণ পানিরাশি ভূ-ভাগে আবদ্ধ হয়ে একটা স্থায়ী জলাশয় সৃষ্টি করে তবে সে জলাশয়কে হ্রদ বা লেক বলে|

১৷ দুবলার চর কোথায় অবস্থিত?
ক) সুন্দরবনের দক্ষিণে
খ) সুন্দরবনের পশ্চিমে
গ) রাজশাহীতে
ঘ) হাতিয়ায়

২৷ বাংলাদেশের সর্ববৃহৎ বিল কোনটি?
ক) ডাকাতিয়া বিল
খ) তামা বিল
গ) চলন বিল
ঘ) উপরের কোনটিই নয়

৩৷ হাকালুকি হাওড় কোথায় অবস্থিত?
ক) মৌলভীবাজার জেলায়
খ) সিলেট জেলায়
গ) নাটোর জেলায়
ঘ) পাবনা জেলায়

৪৷ চলন বিলের মাঝখান দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?
ক) ইছামতি
খ) আত্রাই
গ) পশুর
ঘ) ডাকাতিয়া

৫৷ বাংলাদেশের সবচেয়ে বেশি চর বিশিষ্ট নদী কোনটি?
ক) পদ্মা
খ) সুরমা
গ) মেঘনা
ঘ) যমুনা

উত্তরমালা
১৷ ক ২৷ গ ৩৷ ক ৪৷ খ ৫৷ ঘ

জানা অজানা আরো কিছু তথ্য:

০১. চর মনপুরা কোথায় অবস্থিত?
০২. বাংলাদেশের কোন নদীতে চরের সংখ্যা বেশি?
০৩. দুবলার চর কেন বিখ্যাত?
০৪. চর কুকড়ি মুকড়ি কি জন্য বিখ্যাত?
০৫. বিল কিভাবে সৃষ্টি হয়?
০৬. চলন বিল কোথায় অবস্থিত?
০৭. আড়িয়াল বিল কোথায় অবস্থিত?
০৮. বাংলাদেশের মিঠাপানির মাছের উৎস কোনটি?
০৯. বাংলাদেশের সীমান্তবর্তী বিল কোনটি?
১০. বাংলাদেশের ‘পশ্চিমা বাহিনীর নদী’ বলা হয় কাকে?-
১১. চলন বিল কোন নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে?

উত্তরসমূহ
০১. ভোলা জেলায়|
০২. যমুনা নদীতে|
০৩. মৎস্য আহরণ, শুটকি উৎপাদন ও উপকূলীয় সবুজ বেষ্টনীর জন্য|
০৪. মৎস্য আহরণ, অতিথি পাখি ও উপকূলীয় সবুজ বেষ্টনীর জন্য|
০৫. নদী প্রবাহ পরিবর্তনের মাধ্যমে নদীর অংশাবিশেষ থেকে|
০৬. পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলায়|
০৭. মুন্সিগঞ্জ|
০৮. চলন বিল।
০৯. তামাবিল|
১০. ডাকাতিয়া বিলকে|
১১. আত্রাই|

বাংলাদেশের চর ও তার অবস্থানঃ

নাম অবস্থান
মহুরির চর পরশুরাম, ফেনী
দুবলার চর সুন্দরবনের দক্ষিণে
চর কুকড়ি মুকড়ি ভোলা
চর জব্বার ও চর মালিক ভোলা
উড়ির চর সন্দ্বীপ,চট্টগ্রাম
চর গজারিয়া লক্ষ্মীপুরে
চর আলেকজান্ডার লক্ষ্মীপুর
চর শ্রীজনী ও চর শাহাবানি নোয়াখালীর হাতিয়ায়

Advertisements