বাংলাদেশ বিষয়াবলী

May 1, 2012

Image

বাংলাদেশ পরিচিতি

বাংলাদেশের বৈশিষ্ট্য

 

সরকারি নাম           : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ৷

ইংরেজী নাম            : The People’s Republic of Bangladesh.

রাজধানী                : ঢাকা৷

ভাষা/রাষ্ট্রভাষা        : বাংলা৷

আয়তন                  : ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার৷

ভৌগলিক অবস্থান     : ২০°৩৪² উত্তর হতে ২৬°৩৮² উত্তর

অক্ষাংশ এবং ৮৮°০১² পূর্ব হতে

৯২°৪১² পূর্ব দ্রাঘিমাংশ ৷

সীমা                      : উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও

মেঘালয়, পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা,

মিজোরাম এবং মায়ানমার, পশ্চিমে

ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে

বঙ্গোপসাগর৷

মোট সীমা               : ৫,১৩৮ কিঃ মিঃ

সরকার পদ্ধতি          : সংসদীয় পদ্ধতির সরকার৷ গণতান্ত্রি  ব্যবস্থা, এককক্ষ বিশিষ্ট পার্লামেন্ট|এর নাম জাতীয় সংসদ৷

জাতীয় সংসদে ৩৫০ জন নির্বাচিত প্রতিনিধি থাকে। এর মধ্যে ৫০টি আসন নারীদের জন্য থাকে।

লোকসংখ্যা              : ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার৷ [আদমশুমারী ২০১১ (সাময়িক)]

১৪ কোটি ৭৯ লাখ।    [অর্থনৈতিক সমীক্ষা ২০১১]

জনসংখ্যার ঘনত্ব      : ৯৯৩ জন প্রতি বর্গ কিলোমিটার৷[অর্থনৈতিক সমীক্ষা ২০১১]

৯৬৪ জন প্রতি বর্গ কিলোমিটার৷[আদমশুমারী ২০১১ (সাময়িক)]

জনসংখ্য বৃদ্ধির হার : ১.৩৪% [আদমশুমারী ২০১১ (সাময়িক)]

১.৩৬[অর্থনৈতিক সমীক্ষা ২০১১]

মানুষের গড় আয়ু      : ৬৭.২ বছর।[অর্থনৈতিক সমীক্ষা ২০১১]

গড় মাথাপিছু আয়    : ৮১৮ মার্কিন ডলার। [অর্থনৈতিক সমীক্ষা ২০১১]।

 স্থানীয় সময়           :    গ্রীনিচ মান সময় অপেক্ষা ৬ ঘন্টা আগে৷

জলবায়ু                    :    মৌসুমী জলবায়ু বিরাজমান৷

গড় তাপমাত্রা           :    ২৫.৭০° সেলসিয়াস৷

গড় বৃষ্টিপাত            :    ২০৩ সেন্টিমিটার৷

ধর্মভিত্তিক জনসংখ্যা  : ইসলাম ৮৯.৭%, হিন্দু ৯.২% বৌদ্ধ ০.৭%, খ্রিস্টান ০.৩%,

অন্যান্য ০.২%।

প্রধান রপ্তানি দ্রব্য     :বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্যগুলো হলো তৈরি পোশাক, চা, হিমায়িত চিংড়ি,

চামড়া, কাঁচা পাট ও পাটজাত  দ্রব্যাদি৷

প্রধান আমদানি দ্রব্য : বাংলাদেশের প্রধান আমদানি দ্রব্যের মধ্যে রয়েছে খাদ্যসামগ্রী, অপরিশোধিত তেল,

ঔষধ শিল্পের কাঁচামাল, কলকব্জা, রাসায়নিক দ্রব্য, খুচরা যন্ত্রাংশ প্রভৃতি৷

বিভাগ                    : ৭টি৷

জেলা                      : ৬৪টি৷

উপজেলা                 : ৪৮৪টি ৷

প্রশাসনিক থানা       : ৫৮৯টি৷

বাংলাদেশের সিটি কর্পোরেশন: ৮টি

বাংলাদেশের পৌরসভার সংখ্যা কতটিঃ ৩০৯টি৷

বাংলাদেশের ভূ-প্রকৃতি

 

১৷ ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায়?

ক) ৩ ভাগে

খ) ৫ভাগে

গ) ৪ভাগে

ঘ) ৭ভাগে

 

২৷ বাংলাদেশের বৃহত্তম এবং উঁচু পাহাড় কোনটি?

ক) লালমাই পাহাড়

খ) তাজিং ডং

গ) গারো পাহাড়

ঘ) ময়নামতি পাহাড়

 

৩৷  বাংলাদেশের সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে কোন জেলা অবস্থিত?

ক) ঢাকা

খ) সিলেট

গ) রাজশাহী

ঘ) দিনাজপুর

 

৪৷  বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখা?

ক)  ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা

খ) বিষুব রেখা

গ)  মকরক্রান্তি রেখা

ঘ)  কোনটিই নয়৷

 

৫৷   “সোয়াচ অব নো গ্রাউন্ড” (বা নিমগ্ন মহাসাগর) কোথায় অবস্থিত?

ক) পদ্মা নদীর মোহনায়

গ) পটুয়াখালীতে

খ) বঙ্গোপসাগরে

ঘ) সুন্দরবনে৷

 

৬৷  বাংলাদেশের পাহাড়গুলো গঠিত হয় কোন যুগে?

ক) প্রাচীন যুগে

খ) মধ্যযুগে

গ) টারশিয়ারী যুগে

ঘ) আধুনিক যুগে৷

 

৭| কাপ্তাই থেকে প্লাবিত পাবর্ত্য চট্টগ্রামের এলাকাকে কি বলে?

ক) বরেন্দ্র

খ) তাজিং ডং

গ) ভেঙ্গী ভেলী

ঘ) উপরের কোনটিই নয়

উত্তরমালা
১৷ ক ২৷ গ ৩৷ ঘ ৪৷ ক ৫৷ খ ৬৷ গ ৭|গ

জানা অজানা আরো কিছু তথ্য:

  1. বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে?
  2. বরেন্দ্রভূমি বলা হয় কোন অঞ্চলকে?
  3. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
  4. বাংলাদেশে আগে সাগর ছিল তার প্রমাণ পাওয়া যায় কিসের মাধ্যমে?
  5. বাংলাদেশে পাহাড়ী এলাকার গড় উচ্চতা কত?
  6. সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা কত?
  7. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
  8. মধুপুর ও ভাওয়ারের মাটির রং কিরূপ?
  9. বরেন্দ্রভূমির মাটির রং কিরূপ?

                                      উত্তরসমূহ:

1. ক্রান্তীয় অঞ্চলে৷

2. রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে৷

3. বাংলাদেশ৷

4. চুনা পাথরের খনি থেকে৷

5. ২০৫০ ফুট৷

6. ৩৭.৫০ মিটার|

7. সেন্টমার্টিন

8. লালচে ও ধূসর|

9. ধূসর ও লাল |

বাংলাদেশের অবস্থান ও সীমানা

 

১৷ বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে?

  

   ক) ৪টি

খ) ৭টি

গ) ৫টি

ঘ) ৯টি৷

 

২৷ বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত সংযোগ রয়েছে? 

ক) ২টি

খ) ১টি

গ) ৩টি

ঘ) ৪টি

 

৩৷  বাংলাশের স্থল সীমা কত?

ক) ৪,৪২৭ কিঃ মিঃ

খ) ৫,৪২৭কিঃ মিঃ

গ) ৪,৫২৫ কিঃ মিঃ

ঘ) ৫,৪২৪ কিঃ মিঃ

 

৪৷  আঙ্গরাপোতা-দহগ্রাম ছিটমহলটি লালমনিরহাট জেলার কোথায় অবস্থিত?

ক) চিলমারী

খ) পাটগ্রাম

গ) সদর

ঘ) উলিবপুর

 

৫৷ দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?

ক) পূর্বাশা দ্বীপ

খ) নারিকেল জিঞ্জিরা

গ) ছেঁড়া দ্বীপ

ঘ) উপরের কোনটিই নয়

 

৬৷ বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা  কত?

ক) ৭১১ নটিক্যাল মাইল

খ) ২০০ নটিক্যাল মাইল

গ) ৭৭২ নটিক্যাল মাইল

ঘ) ১২ নটিক্যাল মাইল

[১ নটিক্যাল মাইল- ১.৮৫৩ কিঃ মিঃ৷]

 

৭৷ বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা কোনটি?

ক) সাতক্ষীরা

খ) চাঁপাইনবাবগঞ্জ

গ) রাজশাহী

ঘ) মেহেরপুর

 

৮৷ প্রাচীনকালের সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে

      বুঝায়?                   

ক) বগুড়া ও দিনাজপুর অঞ্চল

খ) বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল

গ) ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল

ঘ) বৃহত্তর সিলেট অঞ্চল

 

৯৷ বাংলাশের সর্বদক্ষিণের স্থান কোনটি?

ক) সেন্টমার্টিন

খ) দক্ষিণ তালপট্টি

গ) টেকনাফ

ঘ) কুয়াকাটা

 

১০৷ ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?

ক) ২৫টি

খ) ৩০টি

গ) ৩১টি

ঘ) ৩৫টি

 

১১৷ আয়তনে বাংলাদেশের বড় থানা কোনটি?

ক) শ্যামনগর

খ) শিবগঞ্জ

গ) থানচি

ঘ) টেকনাফ

১২৷     বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা  কত?

ক) ৭১১ নটিক্যাল মাইল

খ) ২০০ নটিক্যাল মাইল

গ) ৭৭২ নটিক্যাল মাইল

ঘ) ১২ নটিক্যাল মাইল

 

উত্তরমালা

১৷ গ ২৷ ক ৩৷ ক ৪৷ খ ৫৷ ক ৬৷ ঘ
৭৷ খ ৮৷ খ ৯৷ ক ১০৷ গ ১১৷ ক ১২|খ

জানা অজানা আরো কিছু তথ্য:

 

  1. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
  2. কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিঃ মিঃ?
  3. বাংলাদেশের দক্ষিণের স্থান কোনটি?
  4. বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল আছে কত?
  5. ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল আছে কত?
  6. বেড়–বাড়ী নামক জায়গাটির অবস্থান কোথায়?
  7. তিনবিঘা করিডোরের আয়তন কত?
  8. বাংলাদেশের সর্ব উত্তর স্থান, থানা ও জেলা হলো__
  9. বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান কোনটি?

10. আয়তনে বাংলাদেশের ছোট জেলা কোনটি?

  1. আয়তনে বড় জেলা কোনটি?

12. জনসংখ্যায় বাংলাদেশের বড় জেলা কোনটি?

13. বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই কোন কোন জেলার সাথে?

14. কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই?

15. ‘বঙ্গ’ অঞ্চল গঠিত হয় কোন কোন অঞ্চল নিয়ে?

16. ‘পুন্ড্র’ বলতে বুঝায় –

17. বাংলার আদি জনপদগুলোর ভাষা ছিল-

18. বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলার নাম কি?

19. বাংলাদেশের সর্ব পূর্বের স্থান ও উপজেলার নাম কি?

20.বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ও উপজেলার নাম কি?

 

                                      উত্তরসমূহ:

  1. ৭১১ কিঃ মিঃ ৷
  2. ১৫৫কিঃ মিঃ [এটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত|]
  3. বঙ্গোপসাগর৷
  4. ১১১টি (আয়তন ১৭১৫০.০৫ একক)৷ [অধিকাংশ ছিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত]
  5. ৫১টি৷ [৭১১০.১২ একর]
  6. পঞ্চগড় জেলায়৷
  7. ১৭৮মিটার´৮৫মিটার৷ [এটি তিতাস নদীর তীরে অবস্থিত৷]
  8. বাংলাবান্ধা; তেতুলিঁয়া ও পঞ্চগড়|
  9. মনকশা।
  10. নারায়নগঞ্জ।[সূত্র:পঞ্চম আদমশুমারী২০১১]
  11. রাঙ্গামাটি (৬.১১৬ বর্গ কিঃমিঃ)]
  12. ঢাকা৷
  13. বান্দরবান ও কক্সবাজার জেলার৷
  14. বরিশাল।
  15. ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চল নিয়ে৷
  16. বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলকে৷
  17. অষ্ট্রিক৷
  18. শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ)|
  19. আখাইনঠং ও থানচি (বান্দরবান)|
  20. ছেঁড়াদ্বীপ ও টেকনাফ (কক্সবাজার)|

বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু

 

১৷  বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়?

ক) গ্রীষ্ম

খ) বর্ষা

গ) শরৎ

ঘ) শীতঋতু

 

২৷  বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর (SPARSO) কোন মন্ত্রণালয়ের অধীনে?

ক) প্রতিরক্ষা মন্ত্রণালয়

খ) পরিবেশ মন্ত্রণালয়

গ) কৃষি মন্ত্রণালয়

ঘ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়

 

৩৷  বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর (SPARSO) কোথায় অবস্থিত?

ক) পতেঙ্গা

খ) কক্সবাজার

গ) পটুয়াখালীর খেপুপাড়ায়

ঘ) ঢাকার আগারগাঁও

 

৪৷ বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটি?

ক) ঢাকা

খ) চট্টগ্রাম

গ) সিলেট

ঘ) রাজশাহী

 

৫৷  বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়?

ক) নাটোরের লালপুরে

খ) শ্রীমঙ্গলে

গ) সিলেটের লালখানে

ঘ) উপরের কোনটিই নয়

৬| বাংলাদেশের গড় বৃষ্টিপাত কত?

ক) ১১৭.৫ সে.মি.

খ) ২১০.৩ সে.মি.

গ) ১৭৫ সে.মি.

ঘ) ২০৩ সে.মি.

 

উত্তরমালা

১৷ খ ২৷ ক ৩৷ ঘ ৪৷ ঘ ৫৷ গ ৬|ঘ

জানা অজানা আরো কিছু তথ্য:

 

  1. বাংলাদেশে কতটি উপগ্রহ আছে ও কি কি?
  2. বাংলাদেশের কোথায় সর্বনিম্ন বৃষ্টিপাত হয়?
  3. বাংলাদেশের জলবায়ু কেমন?
  4. বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি?
  5. বাংলাদেশের শীতলতম স্থান কোথবয় অবস্থিত?
  6. গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা পাথর্ক্য?
  7. গ্রিন হাউজের ক্ষতির কারণ কি?

উত্তরসমূহ

1.বাংলাদেশে মোট ৪টি উপগ্রহ রয়েছে|যথা:

  • বেতবুনিয়া উপগ্রহ
  • তালিবাবাদ উপগ্রহ (১৯৭৫ সালে)
  • মহাখালী উপগ্রহ (১৯৯৫ সালে)
  • সিলেট উপগ্রহ(১৯৯৭ সালে)

2. নাটোরের লালপুরে

3. সমভাবাপন্ন৷

4. মৌসুমী বায়ু৷

5. শ্রীমঙ্গল [এটি সিলেট জেলায় অবস্থিত]

6. ৬ঘন্টা আগে৷

7. CFC গ্যাস৷

পঙতি ও স্রষ্টা

April 27, 2012

বাংলা সাহিত্যের আলোচিত পঙতি ও স্রষ্টা

  1. ‘অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়’- এ প্রবাদটির রচয়িতা কে?
  2. ‘‘হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন তা সবে, (অবোধ আমি) অবহেলা করি, পর ধন লোভে মত্ত করিনু ভ্রমন” এই কবিতাংশটুকু কোন কবি কে??
  3. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ – উক্তি কোন গ্রন্থের?
  4. ‘যে জন দিবসে মনের হরষে জালায় মোমের বাতি’ এপংতির রচয়িতা কে?
  5. ‘পাখি সব করে রব রাতি পোহাইল।”- কার লেখা?
  6. ‘সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে মানুষ করনি।’ -কোন কবির উক্তি?
  7. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে’- কার রচয়িতার অংশ?
  8. ‘চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে?” কার রচনা?
  9. ‘তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না।’- নজরুলের কোন কবিতার অংশ?
  10. ‘কোথায় স্বর্গ কোথায় নরক’- পংক্তির রচয়িতা?

Important Preposition questions

April 25, 2012

Important Preposition questions

01.Fill In the blank

He has been ill __ Friday last.

a)      Since

b)      in

c)      for

d)     on

e)      None of these

02. Fill in the blank:

He has assured me __ safety.

a)      With

b)      at

c)      for

d)     of

e)      Nome of these

03. What is the time __ your watch?

a)  By

b)  in

c) at

d) with

e) None of these

04. What will be the correct preposition to complete the sentence?

I am not __ tennis.

a) in

b) at

c) about

d) with

05. We have recently entered __ an agreement with the Inland Co-operative society.- Which of the following best fits in the blank space.

a) no preposition

b) upon

c) in

d) into

e) about

06. Now-a-days many villages are lit electricity.

– Which is the correct Preposition in the blank?

a) with

b) by

c) from

d) on

e) None of these

07. The walls of our house have been painted— green.

–Which is the correct preposition in the blank above?

a) no preposition

b) by

c) in

d) with

e) on

08. Trying united we were able to have our approved against strong oppositions.-Which of the following says nearly the same as ‘against’ above?

a) in the wake of

b) in the guise of

c) in the plea of

d) in the teeth of

e) None of these

09. Fill in the gap with appropriate preposition:

Are you doing anything special __ the weekend?

a) in

b) for

c) on

d) at

e) None of these

10. Almost everyone fails __ on the first try.

a) in passing his driver’s test

b) to his driver’s test

c) to have passed his driver’s test

d) passing his driver’s text

e) Nome of these

Answer

01. a 02. d 03. a 04. b 05.d
06. a 07. a 08. d 09. a 10. c

 

স্যার অ্যাডমন্ড হিলারি

April 23, 2012

স্যার অ্যাডমন্ড হিলারি

প্রথম এভারেস্ট বিজয়ী স্যার অ্যাডমন্ড পার্সিভ্যাল হিলারি ২০ জুলাই ১৯১৯ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালের ২৯ মে তিনি ও শেরপা গাইড তেনজিং নোরগে সর্বপ্রথম এভারেস্ট জয় করেন। এর আগে পৃথিবীর সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গকে জয় করা মানুষের সাধ্যের বাইরে মনে করা হতো। ২০০৮ সালের ১১ জানুয়ারি স্যার এডমন্ড হিলারির মৃত্যু হয়।

সে সময় নিউজিল্যান্ডে ছেলেমেয়েরা হাইস্কুলে ভর্তি হতো মোটামুটি ১৩ বছর বয়সে। কিন্তু আমি প্রাইমারি স্কুলের গন্ডি পেরিয়ে মাত্র ১১ বছর বয়সেই হাইস্কুলে ঢুকে পড়ি। আর এমনটা হবেই বা না কেন? আমার মা ছিলেন আমাদের ছোট্ট অকল্যান্ডের একটা প্রাইমারি স্কুলের শিক্ষক। তিনি আমার লেখাপড়ার বিশেষ যত্ন নিতেন সব সময়। তাই ওই অল্প বয়সেই আমি বেশ ভালো ছাত্র হয়ে উঠি আর ক্লাসে অটো প্রমোশন পেয়ে ১১ বছর বয়সেই হাইস্কুলে ঢুকে পড়ি। তাও আবার নিউজিল্যান্ডের সেই সময়ের সবচেয়ে সেরা স্কুলগুলোর একটায়। যাই হোক, সেখানে গিয়ে দেখি ক্লাসের সবাই আমার থেকে বেশ বড়। আমাকে ওদের মাঝে বেশ ছোট ছোট মনে হতো। তবে বছর খানেকের মধ্যে আমিও ধীরে ধীরে লম্বা হয়ে উঠলাম। শক্তিশালীও হলাম। নিজের হারানো আত্মবিশ্বাস এভাবেই ফিরে পেলাম। ফলাফল ভালো হতে শুরু করলো ঠিক আগের মতো।
আমি যে অসাধারণ মেধাবী ছাত্র ছিলাম, তা কিন্তু নয়। আমি আসলে এমন ছাত্র ছিলাম, যে কিনা সব সময় নিজের প্রয়োজনীয় লেখাপড়াটা ঠিকভাবে, ঠিক সময়ে করে রাখত। বাবা-মায়ের কাছ থেকে আমি এই স্বভাবটা পেয়েছি। তাদের দুজনেই নীতির দিক থেকে ছিলেন আপসহীন। বাবা একটা ছোট্ট পত্রিকা সম্পাদনা করতেন। শুধু সম্পাদনা বললে অবশ্য ভুল হবে; তিনি একাধারে ওই পত্রিকার মালিক, প্রকাশক, সম্পাদক, প্রতিবেদক, আলোকচিত্রী—সব ছিলেন। শুধু ঘরে ঘরে পত্রিকা বিলি করার কাজটাই করতে হতো না বাবাকে।
সে সময় দুর্ভিক্ষ শুরু হল। অসৎ কিছু ব্যবসায়ী খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লোটার চেষ্টা করছিল। বাবা এ নিয়ে অনেক লেখালেখি করেছিলেন নিজের পত্রিকায়। আমি যদি কোনো দিন খেতে বসে খাবার নষ্ট করার চেষ্টা করতাম, তাহলে মা আমাকে মনে করিয়ে দিতেন এশিয়া মহাদেশের এমন অনেক হতদরিদ্র মানুষের কথা, যারা কিনা খাবারের অভাবে মানবেতর জীবন কাটাচ্ছে। তখন ছোট্ট আমি কিছুতেই বুঝতে পারতাম না যে আমি খাবার নষ্ট করলে ওই সব দুর্ভাগা মানুষের কী সমস্যা। অবশ্য বড় হয়ে যখন বুঝতে পেরেছি আসল সমস্যাটা, তখন চেষ্টা করেছি ওই সব হতভাগা মানুষের পাশে দাঁড়ানোর।
আজ আমাকে বিশ্ববাসী চেনে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের জন্য। কিন্তু সত্যি বলতে কি, মাউন্ট এভারেস্ট জয়ের পরে যে বিশ্ববাসীর এত ভালবাসা, সন্মান পাব, তা আমি কখনোই ভাবিনি। আর তার চাইতেও বড় কথা, আমি যে কোনো দিন এভারেস্ট জয় করব, সেটাই কখনো চিন্তা করিনি। এমনকি যখন আমি মাউন্ট এভারেস্টের পাদদেশ থেকে যাত্রা শুরু করি, তখনো আমি সংশয়ে ছিলাম এ ব্যাপারে। আমি জানতাম না, আসলে কোনো মানুষের পক্ষে আদৌ সম্ভব কিনা মাউন্ট এভারেস্ট জয় করা।

General Knowledege

April 23, 2012

01. Which was the first university established in the world?

a) Oxford university

b) Nalanda University

c) Delhi University

d) Rhodes University

e) None of these

02. Which country is called the Land of Rising Sun ?

a) Norway

b) China

c) Japan

d) India

e) None of these

03. Which country is called “the door of Europe” ?

a) Norway

b) Sweden

c) Italy

d) Vienna

e) None of these

04. Euro was introduced in_

a) 2000

b) 1997

c) 1999

d) 1995

e) None of these

05. Which country is the world’s biggest individual producer of Carbon dioxide ?

a) USA

b) Japan

c) UK

d) China

e) None of these

                                                  Answer
 1| b 2| c 3| d 4| c 5| d

Computer Knowledge

April 18, 2012

History of Computer

The first digital computer was invented in 1642 by Blais Pascal. Charles Babbage is known as the father of computer. He designed a mechanical computing machine analytical engine. The first complete electronic computer was developed in England in 1943. It is known as colossus. The first working digital computer was the ENIAC by J.P. Eckert and john Mauchy. Name of 1st personal computer was MIST Altar 8800 (micro Computer).

01. The first digital computer was invented by-

a) Abucas

b) Blais Pascal

c) Jon von Neumann

d) Ken Thompson

e) None of these

02.What is the permanent memory storage of a computer?

a) Software

b) Rom

c) Ram

d) CD

e) None of these

03.  WINDOWS is

a) antivirus software

b) Scanning Software

c) Data storage device

d) Operating System

e) None of these

04. A byte consists of how many bits ?

a) 8

b) 16

c) 4

d) 32

e) None of these

05. Which one of the following is called the Brain of the Computer ?

a) Memory

b) Hard disk

c) CPU

d) RAM

e) None of these

06. The word LAN is related to _

a) Magnetic tape

b) Information technology

c)  Air traffic control

d) Computer Network

e)  None of these

07. Which of the following is not an input device of a computer?

a) Scanner

b) Pen drive

c) Keyboard

d) Mouse

e) None of these

08. Which will be the most suitable computer program that you can use to prepare your bio-data?

a) Power point

b) MS word

c) Excel

d) Access

e) None of these

09. Submarine cable is the term used in

a) Navigation Communication

b)  Cable TV Network

c) Information Technology

d) Telecommunication

e) None of these

10. Which of the following is not a storage medium in a computer system?

a) Magnetic tape

b) Processor

c) Hard disk drive

d) Pen drive

e) Nome of these

11. The computer stores its program and data in its

a) Control Unit

b) Memory

c) Cache Memory

d) Light Pen

e) None of these

12. Which of the followings is a computer operating system?

a) Linux

b) Oracle

c) Java

d) Gigabyte

e) None of these

13. Which of the followings is not a processor used in PC?

a) Athlon

b) Pentium

c) Zylog

d) None of these

e) All of these

14. What is another name for a portable computer?

a) Abacus

b) Desktop

c) Laptop

d) Maintop

e) None of these

Answer

01. b 02. b 03. d 04. a 05.c
06. d 07. c 08. b 09. c 10. a
11. b 12. c 13. c 14. c

Hello world!

April 15, 2012

Welcome to WordPress.com. After you read this, you should delete and write your own post, with a new title above. Or hit Add New on the left (of the admin dashboard) to start a fresh post.

Here are some suggestions for your first post.

  1. You can find new ideas for what to blog about by reading the Daily Post.
  2. Add PressThis to your browser. It creates a new blog post for you about any interesting  page you read on the web.
  3. Make some changes to this page, and then hit preview on the right. You can always preview any post or edit it before you share it to the world.